
ছবি: সংগৃহীত
কুমিল্লার দেবীদ্বার উপজেলায় টাকা লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে মো. শফিউল্লাহ (৪৫) নামের এক অটোচালককে লোহা দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (৬ মে) সন্ধ্যায় ভানী ইউনিয়নের ত্রিবিদ্যা গ্রামের একটি অটোগ্যারেজে এ ঘটনা ঘটে।
নিহত শফিউল্লাহ ওই গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দীনের ছেলে। অভিযুক্ত রাসেল একই ইউনিয়নের আন্দিরপার গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে এবং একটি অটোরিকশা গ্যারেজের মালিক।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বিকেল সাড়ে ৫টার দিকে গ্যারেজে টাকা লেনদেন নিয়ে শফিউল্লাহ ও রাসেলের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে রাসেল লোহার রড দিয়ে শফিউল্লাহর মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে তাঁর একটি চোখ উপড়ে নেওয়া হয়। ঘটনার পরপরই ঘাতক রাসেল পালিয়ে যায়।
নিহতের স্ত্রী তাসলিমা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার স্বামীকে কেন মারল? আমার ছেলেমেয়েরা এখন কীভাবে বাঁচবে? টাকা নিয়ে এমন ছোটখাটো ঝগড়ায় কেউ মানুষ মারে?
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামশুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্যারেজ মালিক রাসেল-ই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।
এসএফ