ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৭ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

রাস্তায় খড়কুটো ফেলে ডাকাতির চেষ্টা, ড্রাইভারের তাৎক্ষণিক বুদ্ধিতে বেঁচে গেল যাত্রীরা

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ

প্রকাশিত: ০০:৫৩, ৭ মে ২০২৫; আপডেট: ০০:৫৩, ৭ মে ২০২৫

রাস্তায় খড়কুটো ফেলে ডাকাতির চেষ্টা, ড্রাইভারের তাৎক্ষণিক বুদ্ধিতে বেঁচে গেল যাত্রীরা

ছবিঃ সংগৃহীত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে খড়কুটো ফেলে ব্যারিকেট দিয়ে ডাকাতির চেষ্টা হয়েছে। ডাকাতদের ছবি সহ একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে এখনো কেউ গ্রেফতার হয়নি। পুলিশ বলছে, গ্রেফতারের চেষ্টা চলছে।

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরের ঢাকামুখী লেনে মঙ্গলবার ভোরে ব্যারিকেট দিয়ে ডাকাতির চেষ্টা চালানো হয়। ঢাকামুখী একটি গাড়ি ছনবাড়ি থেকে ওম পাড়া সার্ভিস রোডে পৌঁছালে কিছু দুর্বৃত্ত ব্যারিকেড দিয়ে ডাকাতির চেষ্টা করে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে গাড়িকে পথরোধ করার জন্য আগে থেকে ব্যারিকেট দিয়ে রাখে ডাকাত দলের সদস্যরা। গাড়িটি যখন ব্যারিকেডের সামনে আসে, তখন ডাকাত দলের সদস্যরা রামদা সহ দেশীয় অস্ত্র নিয়ে গাড়িটিকে ধাওয়া করে। ড্রাইভারের উপস্থিত বুদ্ধিতে গাড়িটি তখন মুহূর্তের মধ্যে ব্যাক গিয়ারে চলে যায়। এসময় গাড়িতে থাকা যাত্রীদের আতঙ্কিত হওয়ার শব্দ শোনা যায়। একপর্যায়ে ডাকাত দলের আরেকটি গ্রুপ গাড়িটিকে লক্ষ্য করে কিছু নিক্ষেপ করতে দেখা যায়। সবগুলো বিষয় ধরা পড়ে ওই অজ্ঞাত গাড়ির ড্যাশবোর্ডে থাকা ক্যামেরায়।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তার আগেই ডাকাতরা পালিয়ে যায়। তবে তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। পুলিশ জানায়, মঙ্গলবার ভোর পৌনে ৪টার দিকে একটি প্রাইভেটকারে এই ডাকাতির চেষ্টা হয়।

মারিয়া

×