
ছবিঃ সংগৃহীত
ভারত-পাকিস্তান চলমান উত্তেজনা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “এটা দুঃখজনক। আমরা ওভাল অফিসে প্রবেশের সময় এই খবরটি শুনেছি।”
ট্রাম্প আরও বলেন, “আমার মনে হয়, মানুষ কিছুটা আগেই আন্দাজ করেছিল যে কিছু একটা ঘটতে যাচ্ছে—অতীতের কিছু ঘটনার ভিত্তিতে। তারা বহুদিন ধরেই লড়াই করছে।”
তিনি আশাবাদ প্রকাশ করে বলেন, “আমি আশা করি, এই সংকট খুব দ্রুতই শেষ হবে।”
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এই মন্তব্যে বোঝা যাচ্ছে, আন্তর্জাতিক পরিমণ্ডলেও এই দ্বন্দ্ব নিয়ে উদ্বেগ বিরাজ করছে।
সূত্রঃ আল জাজিরা
ইমরান