ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা লজ্জাজনক: ডোনাল্ড ট্রাম্প

প্রকাশিত: ০৭:৩৮, ৭ মে ২০২৫; আপডেট: ১০:২৯, ৭ মে ২০২৫

পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা লজ্জাজনক: ডোনাল্ড ট্রাম্প

ছবি: সংগৃহীত

মঙ্গলবার (৬ মে) দিবাগত রাতে ‘অপারেশন সিঁদুর’-এর আওতায় পাকিস্তানের আজাদ কাশ্মীরের তিনটি ও পাঞ্জাবের দুটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। জবাবে ভারতনিয়ন্ত্রিত জম্মুর পুঞ্চ-রাজৌরি জেলায় পাকিস্তানি বাহিনীও গোলাবর্ষণ করেছে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী।

পাকিস্তানি ভূখণ্ডে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলাকে ‘লজ্জাজনক’ বলে অ্যাখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

এছাড়া, ট্রাম্প আরও বলেন, ‘এটা লজ্জাজনক। আমরা এইমাত্র এটি সম্পর্কে শুনেছি।’

মার্কিন প্রেসিডেন্ট জানান, ‘মানুষ অতীতের ওপর ভিত্তি করে জানত যে কিছু ঘটতে চলেছে। কারণ উভয় পক্ষই বহু দশক এবং শতাব্দী ধরে লড়াই করে আসছে। তবে আমি আশা করি, এটি খুব দ্রুত শেষ হবে।’

রাকিব

×