ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

পাকিস্তানের হামলায় ভারতের বিধ্বস্ত যুদ্ধবিমানের দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওটি এআই জেনারেটেড

প্রকাশিত: ২১:৪৫, ৭ মে ২০২৫; আপডেট: ২১:৪৫, ৭ মে ২০২৫

পাকিস্তানের হামলায় ভারতের বিধ্বস্ত যুদ্ধবিমানের দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওটি এআই জেনারেটেড

ছবিঃ সংগৃহীত

ভারতশাসিত কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর হামলার 'প্রতিক্রিয়া' স্বরূপ 'অপারেশন সিন্দুর' শুরু করেছে ভারতীয় সামরিক বাহিনী। এর জবাবে পাকিস্তান বিমানবাহিনী প্রতিশোধমূলক হামলা চালিয়ে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। তবে সামাজিক যোগাযোমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবি এআই জেনারেটেড বলে নিশ্চিত করেছে ফ্যাক্ট-চেক প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।

রিউমর স্ক্যানার বলছে, পাকিস্তানের হামলায় ভারতের বিধ্বস্ত যুদ্ধবিমানের দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি।

এছাড়া, ভিডিও অন্তত চারদিন আগে থেকে ইন্টারনেটে পাওয়া যাচ্ছে। যা পাকিস্তান ভারত সংঘাতের পূর্বের।

 

সূত্রঃ https://www.facebook.com/share/p/19SWP8jrRg/

রিফাত

×