ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

আমরা একে অপরের শত্রু নই, ঘৃণা-সহিংসতা আমাদের শত্রু: মালালা ইউসুফজাই

প্রকাশিত: ১৩:৫৭, ৮ মে ২০২৫

আমরা একে অপরের শত্রু নই, ঘৃণা-সহিংসতা আমাদের শত্রু: মালালা ইউসুফজাই

ছবিঃ সংগৃহীত

শান্তিতে নোবেল বিজয়ী এবং পাকিস্তানের নারী শিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাই বলেছেন, “আমরা কেউ কারও শত্রু নই, বরং ঘৃণা ও সহিংসতাই আমাদের প্রকৃত শত্রু।” ভারত-পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে উভয় দেশের নেতাদের শান্তির পথে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

৮ মে (বৃহস্পতিবার) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) এক পোস্টে মালালা বলেন, “উত্তেজনা হ্রাসের পাশাপাশি সাধারণ মানুষ ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।” তিনি সীমান্ত সংঘর্ষে প্রাণ হারানো সাধারণ মানুষের প্রতি সমবেদনা জানান এবং এই সংকটময় সময়ে পাকিস্তানে থাকা তার পরিবার, বন্ধু, সহকর্মী ও শিক্ষার্থীদের কথা স্মরণ করেন।

মালালা আরও বলেন, “আমাদের সম্মিলিত উন্নয়ন ও নিরাপত্তার জন্য শান্তিই একমাত্র পথ। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এখনই সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টা শুরু করা।”

প্রসঙ্গত, ২০১২ সালে তালেবান হামলার শিকার হয়ে গুরুতর আহত হলে মালালাকে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে পাঠানো হয় এবং সেখানেই তিনি পড়াশোনা চালিয়ে যান। মাত্র ১৭ বছর বয়সে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন তিনি, যা তাকে সবচেয়ে কম বয়সী নোবেলজয়ীর স্বীকৃতি এনে দেয়। সাম্প্রতিক পেহেলহাম ইস্যুর পর ভারত হঠাৎ করেই পাকিস্তানে হামলা চালালে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়। এই পরিস্থিতিতে শান্তির আহ্বান জানিয়ে বক্তব্য দেন মালালা।

তথ্যসূত্রঃ https://jamuna.tv/news/610675

মারিয়া

×