
ছবি: জনকণ্ঠ
বাগেরহাট শহরের পৌর পার্কে আসন্ন বাণিজ্য মেলা বন্ধের দাবী জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। মেলা বন্ধের দাবিতে তারা মানববন্ধন, বিক্ষোভ শেষে স্মারকলিপি প্রদান করেন।
বৃহস্পতিবার (৮ মে) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে সর্বস্তরের ব্যবসায়ীরা অংশ গ্রহন করেন।
মানববন্ধনে বক্তব্য দেন, মাসুদুর রহমান, মনজুরুল ইসলাম মঞ্জু, মনিরুজ্জামান মনি, শাহিনুর রহমান রুনু, নজজুল ইসলাম খান, মইনুল ইসলাম মোস্তফা, মো: শাহীন প্রমুখ।
ব্যবসায়ী নেতৃবৃন্দ জানান, এই মেলার কারণে তাদের নিয়মিত ব্যবসায় ব্যাপক ক্ষতি হয়। মেলায় ভ্রাম্যমাণ বিক্রেতাদের আগমন ও সস্তা দামে পণ্য বিক্রির ফলে স্থায়ী দোকানগুলোর বিক্রয় হ্রাস পায়।
ব্যবসায়ী সমিতির নেতারা আরো জানান, "প্রতি বছর এই মেলার কারণে আমাদের ব্যবসায়ীরা কোটি কোটি টাকা ক্ষতির মুখে পড়েন। কর্তৃপক্ষের উচিত স্থানীয় ব্যবসায়ীদের স্বার্থ বিবেচনা করে মেলা বন্ধ করা।"
বক্তারা আরও বলেন, বগুড়ার একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান "মন্টু ইভেন্ট ম্যানেজমেন্ট" এই বাণিজ্য মেলার আয়োজন করেছে। বর্তমানে দেশে বিভিন্ন পাবলিক পরীক্ষা চলমান থাকায় এমন আয়োজন শিক্ষার পরিবেশের জন্য হুমকিস্বরূপ।
এছাড়া শহরের একমাত্র বিনোদনকেন্দ্র বাগেরহাট পৌর পার্ক যেখানে মেলা বসলে পরিবেশ ও শব্দ দূষণ বৃদ্ধি পাবে, তৈরি হবে জুয়ার আসর, যা তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেবে।’
বক্তারা অবিলম্বে এই বাণিজ্য মেলা বন্ধের দাবি জানান এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। পরে ব্যাবসায়ীরা একটি স্বারকলিপি জেলা প্রশাসকে হাতে তুলে দিয়ে এই বানিজ্য মেলা বন্ধের আহবান জানান।
শহীদ