ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

দোহারে গ্রাম আদালতের কার্যক্রম স্থবিরতায় উদ্বেগ প্রকাশ

বিপ্লব ঘোষ, দোহার, নবাবগঞ্জ, ঢাকা।

প্রকাশিত: ২১:১০, ৮ মে ২০২৫; আপডেট: ২১:১১, ৮ মে ২০২৫

দোহারে গ্রাম আদালতের কার্যক্রম স্থবিরতায় উদ্বেগ প্রকাশ

ঢাকার দোহার উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের কার্যক্রম স্থবিরতায় উদ্বেগ প্রকাশ করেছেন উপজেলা কমিটির সদস্যরা।

বৃহষ্পতিবার (৮মে) দুপুরে উপজেলা মিলনায়তনে আয়োজিত কমিটির সভায় উপজেলা নিবার্হী কর্মকর্তা তানিয়া তাবাসসুম এতে সভাপতিত্ব করেন।

সভায়, উপজেলা চেয়ারম্যানের প্রতিনিধি, গ্রাম আদালতের চেয়ারম্যান, উপজেলা কমিটির সদস্য, পুলিশ, সাংবাদিকসহ নানা শ্রেণী পেশার প্রতিনিধিরা অংশ নেন।

ইউনিয়ন পরিষদের অধীনে আইনী প্রক্রিয়া মেনে সমাজের আভ্যন্তরীণ ভুলত্রুটি সমাধানে ২০১৮ সালে চালু হয় গ্রাম আদালতের কার্যক্রম। কিন্তু দোহারে এখনো এ কার্যক্রম শুরুই করা হয়নি।

সভায় বক্তারা বলেন, পুলিশ, রাজনৈতিক ও জনপ্রতিনিধিদের কারণে গ্রাম আদালতের কাজ বিঘ্ন ঘটতে পারে। এ বিষয়ে সরকার কঠোর না হলে এটা বাস্তবায়ন সম্ভব নয়। কারণ এখানে লাভ ক্ষতির হিসেব আছে। তবে জনগণকে সচেতন করতে শীঘ্রই গ্রাম আদালতের কাজ শুরু করবেন বলে প্রতিনিধিরা বলেন।

বিলাশপুর ইউনিয়ন পরিষদের হিসাবরক্ষক ফয়সাল কাদির বলেন, এ পর্যন্ত দুটি আবেদন পেয়েছিলাম। কিন্তু পুলিশি হস্তক্ষেপে বিচার প্রক্রিয়া সম্পন্ন করা যায়নি। 

দোহার উপজেলা নিবার্হী কর্মকর্তা তানিয়া তাবাসসুম বলেন, তিন লাখ টাকার কম যে কোনো বিষয়ের সমাধান গ্রাম্য আদালত করতে পারবে। জনপ্রতিনিধিরা যদি এ প্রক্রিয়া চালু না করেন তাহলে প্রকল্পটি বাস্তবায়ন হবে না। তিনি দ্রুত গ্রাম আদালতের বিচার চালু করতে সকল ইউপি প্রতিনিধিকে তাগিদ দেন। 

ইউএনও বলেন, দেওয়ানী ও ফৌজদারী ঘটনা নিয়ে সমাজে প্রতিদিনই শালিসী হচ্ছে। কিন্তু যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে কেউ ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের মাধ্যমে বিচার করছে না। এটা করলে সমাজের ঘুষ-দুর্নীতি কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।

রিফাত

×