ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

বিপ্লবের সহযোদ্ধারা পুরো বাংলাদেশ থেকে ছুটে আসুন: সারজিস আলম

প্রকাশিত: ০১:২৩, ৯ মে ২০২৫

বিপ্লবের সহযোদ্ধারা পুরো বাংলাদেশ থেকে ছুটে আসুন: সারজিস আলম

ছবি: সংগৃহীত।

আওয়ামী লীগকে ‘গণহত্যাকারী’ দল আখ্যায়িত করে এর বিচার ও রাজনৈতিক নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বাসভবন ‘যমুনা’র সামনে অবস্থান কর্মসূচি জোরালো হচ্ছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ঘোষণায় বৃহস্পতিবার (৮ মে) রাত ১০টা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে যোগ দিচ্ছেন আন্দোলনকারীরা।

এই কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে এবং আরও ব্যাপক আন্দোলনের আহ্বান জানিয়ে শুক্রবার (৯ মে) রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে এক স্ট্যাটাস দেন এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি লেখেন, “পঞ্চগড়ে ছিলাম। যমুনার উদ্দেশ্যে রওনা হয়েছি। বিপ্লবের সহযোদ্ধারা পুরো বাংলাদেশ থেকে ছুটে আসুন। জুলাই চলছে, চলবে।”

অন্যদিকে লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য একই রাতে তাঁর ফেসবুক পেইজে এক পোস্টে ঢাকাবাসীকে যমুনায় ছুটে আসার আহ্বান জানিয়ে বলেন, “আওয়ামী লীগ প্রশ্নে ফয়সালা করতে হবে আজকেই।”

হাসনাত আবদুল্লাহ এর আগেই ঘোষণা দেন, “আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ না পাওয়া পর্যন্ত আজ রাত ১০টা থেকে যমুনার সামনে অবস্থান কর্মসূচি চলবে।”

প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এখন ইতোমধ্যে মিছিল ও অবস্থান শুরু হয়েছে। হাতে ব্যানার, মুখে স্লোগান নিয়ে সেখানে জমায়েত হচ্ছেন ছাত্র ও নাগরিক সমাজের বিপ্লবী অংশ। তাঁরা স্পষ্ট করে বলছেন, আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধকরণ ছাড়া তাঁরা এখান থেকে সরবেন না।

নুসরাত

×