ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

অবশেষে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাকিল

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥

প্রকাশিত: ০৩:১৯, ৯ মে ২০২৫

অবশেষে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাকিল

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাকিলকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ মে) রাত সাড়ে ৯টার দিকে তাকে গ্রেপ্তার দেখানো হয় বলে জানিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।

শাকিলের বিরুদ্ধে মেহেন্দিগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী কিছুদিন আগে তাকে ছাত্রলীগ থেকে বহিষ্কার ঘোষণা করা হয়েছিল।

সূত্রমতে, বৃহস্পতিবার সকালে বরিশাল নগরীর চর বাজার এলাকা থেকে ৮-১০ জন ছাত্রদল কর্মী শাকিলকে অপহরণ করে এবং মুক্তিপণ হিসেবে ১০ লাখ টাকা দাবি করে। পরে শাকিল তার ভাইকে ফোনে বিষয়টি জানান। এ তথ্য পেয়ে নগর গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে শাকিলকে উদ্ধার করে এবং তিনজন সন্দেহভাজনকে আটক করে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়।

তবে শুরুতে শাকিলকে না আটক করায় বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছিল। অপহরণ থেকে উদ্ধারের পরও গ্রেফতার না করে ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে সমালোচনার সৃষ্টি হলে রাতেই শাকিলকে গ্রেফতার দেখানো হয়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, “শাকিলের বিরুদ্ধে থাকা মামলা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

শাকিলকে শিগগিরই মেহেন্দিগঞ্জ থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

নুসরাত

×