ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

আমি স্পষ্টভাবে এ আইনের অনেকগুলো ধারা নিয়ে প্রশ্ন তুলেছিলাম: উপদেষ্টা মাহফুজ আলম

প্রকাশিত: ০৭:০৭, ৯ মে ২০২৫; আপডেট: ০৭:০৮, ৯ মে ২০২৫

আমি স্পষ্টভাবে এ আইনের অনেকগুলো ধারা নিয়ে প্রশ্ন তুলেছিলাম: উপদেষ্টা মাহফুজ আলম

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ‘আমি স্পষ্টভাবে এ আইনের অনেকগুলো ধারা নিয়ে প্রশ্ন তুলেছিলাম। নাহিদ-আসিফও আমার পক্ষে ছিল স্বভাবতই।’

ফেসবুক পোস্টে তিনি জানান, উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর ক্যাবিনেটে প্রথম মিটিংয়ে তিনি আওয়ামী লীগ নিষিদ্ধের আইনি প্রক্রিয়ার অনেকগুলো ধারা নিয়ে প্রশ্ন তুলেছেন। উপদেষ্টা মাহফুজ আলম তাঁর ফেসবুক পোস্টে আরও লেখেন, ‘একটি দলের এক্টিভিস্টরা বারবার লীগ নিষিদ্ধের আইনি প্রক্রিয়ার ক্ষেত্রে ছাত্ররা রাজি ছিল না, এটা বলে বেড়াচ্ছেন। মিথ্যা কথা।’

তিনি আরও লেখেন, ‘দুজন আইন ব্যাকগ্রাউন্ডের উপদেষ্টাও (একজন ইতোমধ্যে মারা গিয়েছেন) আমাদের বক্তব্যের পক্ষে ছিলেন। সংস্কৃতি উপদেষ্টাও পক্ষে ছিলেন। গতকাল বিকালে কথা হয়েছে। দল হিসাবে লীগের বিচারের প্রভিশন অচিরেই যুক্ত করার আশ্বাস দিয়েছেন উক্ত উপদেষ্টা। উনাকে ধন্যবাদ।’

এছাড়া, মিথ্যা বলা বন্ধ করার আহ্বান জানিয়ে উপদেষ্টা মাহফুজ আলম আরও লেখেন, ‘ঘোষণাপত্র নিয়ে আপনাদের দুই মাস টালবাহানা নিয়ে আমরা বলব, ছাত্রদের দল ঘোষণার প্রাক্কালে আপনারা দলীয় বয়ানের একটি ঘোষণাপত্র নিয়ে আলোচনা শুরু করেছিলেন। সমস্যা নেই, আমরাও চাই সবাই স্বীকৃত হোক। কিন্তু, এখন সেটাও হতে দিবেন না। দোষ আমাদেরও কম না। আমরা আপনাদের দলীয় প্রধানের আশ্বাসে আস্থা রেখেছিলাম।’

 

সূত্র: https://www.facebook.com/share/196QMLziSQ/

রাকিব

×