ঢাকা, বাংলাদেশ   শনিবার ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার রিপোর্ট দাখিল সোমবার

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৯:২৭, ৯ মে ২০২৫

শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার রিপোর্ট দাখিল সোমবার

ছবি: সংগৃহীত।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই মাসের গণহত্যার তদন্ত রিপোর্ট আগামী সোমবার চিফ প্রসিকিউটরের কাছে দাখিল করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

শুক্রবার এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

তাজুল ইসলাম বলেন, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট আগামী সোমবার চিফ প্রসিকিউটরের কাছে দাখিল করবে বলে আশা করছি। তদন্ত রিপোর্ট দাখিলের পর আনুষ্ঠানিক অভিযোগ—অর্থাৎ ‘ফরমাল চার্জ’ দাখিলের মাধ্যমে শেখ হাসিনার বিরুদ্ধে বিচারিক কার্যক্রম শুরু হবে।

“ইতোমধ্যে চানখারপুল হত্যাকাণ্ডের দায়ে কয়েকজন সিনিয়র পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করা হয়েছে। ওই হত্যাকাণ্ডের দায়ে আনুষ্ঠানিক বিচারের জন্য ফরমাল চার্জ চলতি সপ্তাহেই দাখিল করা হবে এবং এর মাধ্যমে জুলাই গণহত্যার আনুষ্ঠানিক বিচার শুরু হবে, ইনশাআল্লাহ।”

নুসরাত

×