
এখন যদি শাহবাগে সংহতি জানাতে খালেদা জিয়া উপস্থিত হন, পৃথিবীতে এরচে স্বর্গীয় দৃশ্য আর হতে পারে না বলে মন্তব্য করেছেন, অনলাইন অ্যাকটিভিস্ট, লেখক, ব্লগার পিনাকী ভট্টাচার্য।
৯ মে রাতে দেওয়া এক ফেসবুক পোস্টে এ মন্তব্য করেন পিনাকী।
পিনাকী তার পোস্টে বলেন, এখন যদি শাহবাগে সংহতি জানাতে খালেদা জিয়া উপস্থিত হন, পৃথিবীতে এরচে স্বর্গীয় দৃশ্য আর হতে পারে না।
শুধু কল্পনা করছি তিনি এখন শাহবাগে এসেছেন আর বাংলার দামাল ছাত্র-জনতা গর্বের সাথে তাকে বরণ করে নিয়েছে।
তিনি তার পোস্টে আরো বলেন, শাহবাগে একটি ফুলেল জাতীয় সংবর্ধনা তার প্রাপ্য।ইশ এমন যদি হত!
ফুয়াদ