
শুনলাম আওয়ামিলীগ নিষিদ্ধের দাবীতে ঢাকার সমাবেশ ঘিরে প্রথম আলো অফিসে শোকের মাতম চলতেছে বলে মন্তব্য করেছেন, প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন।
৯ মে রাতে দেওয়া এক ফেসবুক পোস্টে ইলিয়াস এ মন্তব্য করেন।
ইলিয়াস তার ফেসবুক পোস্টে বলেন, শুনলাম আওয়ামিলীগ নিষিদ্ধের দাবীতে ঢাকার সমাবেশ ঘিরে প্রথম আলো অফিসে শোকের মাতম চলতেছে।তার মানে কিছু একটা ঘটবে।
অপর দুই পোস্টে আরেক অনলাইন অ্যাকটিভিস্ট, লেখক, ব্লগার পিনাকী ভট্টাচার্য জানান, জানি জানি, সবাই জানি দিল্লিস্টার (ডেইলি স্টার) হিন্দুস্তানি।
জানি জানি সবাই জানি পোথম আলু (প্রথম আলো) হিন্দুস্তানি।
ফুয়াদ