ঢাকা, বাংলাদেশ   শনিবার ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

বিজয় দিবসের ৮০তম বার্ষিকী উদযাপন করল রাশিয়ান হাউস ইন ঢাকা

প্রকাশিত: ১৯:৫৯, ৯ মে ২০২৫

বিজয় দিবসের ৮০তম বার্ষিকী উদযাপন করল রাশিয়ান হাউস ইন ঢাকা

ছবিঃ জনকণ্ঠ

ঢাকায় রুশ হাউজ এবং রাশিয়ান স্বদেশবাসী সংগঠন ‘রোদিনা’-এর যৌথ উদ্যোগে মহান দেশপ্রেমিক যুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষে একাধিক ঐতিহাসিক ও দেশপ্রেম উদ্দীপক কর্মসূচি আয়োজিত হয়। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল ‘অমর রেজিমেন্ট’ ও ‘সেন্ট জর্জ রিবন’ কর্মসূচি।

আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত জি খোজিন, ঢাকাস্থ রাশিয়ান হাউসের পরিচালক পি দভোইচেনকভ, ‘রোদিনা’ অ্যাসোসিয়েশন এবং লিবারেশন ওয়ার একাডেমি ট্রাষ্টের প্রতিনিধিরা। তারা তাদের বক্তৃতায় উল্লেখ করেন যে ‘অমর রেজিমেন্ট’ প্রচারাভিযান একটি বিশ্বব্যাপী ঐতিহাসিক উদ্যোগে পরিণত হয়েছে, ব্যাপকতায় অভূতপূর্ব এবং নাগরিক ঐক্যের এক অনন্য উদাহরণ।

বক্তব্যের পর ঢাকার কেন্দ্রীয় সড়কে দুই শতাধিক মোটরসাইকেল ও গাড়ি অংশ নিয়ে একটি মোটর-কার শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। স্বেচ্ছাসেবকরা সমাবেশের পথে ৮০ মিটার দীর্ঘ ‘সেন্ট জর্জ রিবন’ বহন করে এবং পথচারীদের মধ্যে বিজয় দিবসের প্রতীক বিতরণ করে এবং তাদের তাৎপর্য ব্যাখ্যা করে। এই প্রচারাভিযানটি জনসাধারণের মধ্যে ব্যাপক আগ্রহ জাগিয়ে তোলে এবং রাশিয়ার প্রতি তাদের শুভেচ্ছা প্রকাশ করে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে উষ্ণ প্রতিক্রিয়া আকর্ষণ করে।

সাম্প্রতিক বছরগুলোতে ‘অমর রেজিমেন্ট’ এবং ‘সেন্ট জর্জ রিবন’ প্রচারণা ঢাকায় একটি নিয়মিত ইভেন্টে পরিণত হয়েছে, যা বাংলাদেশি নাগরিকদের ক্রমবর্ধমান মনোযোগ ও অংশগ্রহণ আকর্ষণ করছে। ২০২৫ সালের এই উদযাপনে ৬০০ জনেরও বেশি মানুষ অংশ নেন, যাদের মধ্যে ছিলেন সাংবাদিক, স্বদেশবাসী, স্বেচ্ছাসেবক, বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বাংলাদেশ সোভিয়েত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য, লিবারেশন ওয়ার একাডেমি ট্রাস্টের প্রতিনিধি, বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান দূতাবাসের কর্মকর্তারা এবং ঢাকার সমাজের বিভিন্ন স্তরের নাগরিক।

আরশি

×