
ছবি: সংগৃহীত
ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা গত দুই দশকের মধ্যে সবচেয়ে বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ এলিজাবেথ থ্রেলকেল্ড। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই সংকট থেকে বেরিয়ে আসার কোনো সুনির্দিষ্ট রাস্তা এখন দেখা যাচ্ছে না।
স্টিমসন সেন্টারের সিনিয়র ফেলো এবং দক্ষিণ এশিয়া প্রোগ্রামের পরিচালক থ্রেলকেল্ড আরও বলেন, উভয় পক্ষই দাবি করছে, যুদ্ধ শুরু করেছে বিপক্ষ পক্ষ। ভারত বলছে পাকিস্তান শুরু করেছে, আর পাকিস্তান বলছে ভারত করেছে। যখন দুই দেশ ভিন্ন বাস্তবতা থেকে শুরু করে, তখন সমঝোতার কোনো প্রচেষ্টাও একে অপরের কাছে প্রতিপক্ষের উস্কানি হিসেবেই ধরা পড়ে।
তিনি জানান, ভারতের এবারের হামলায় নতুন দৃষ্টান্ত তৈরি হয়েছে—প্রথমবারের মতো পাঞ্জাব প্রদেশে লক্ষ্যবস্তুতে হামলা হয়েছে এবং এই ধরনের পাল্টাপাল্টি অভিযানে এবারই প্রথম বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেছে।
থ্রেলকেল্ড বলেন, এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো—পাকিস্তান এর জবাবে কী করবে? ইসলামাবাদের পক্ষ থেকে যে বার্তা আসছে, তা থেকে মনে হচ্ছে একটি সামরিক প্রতিক্রিয়া খুব সম্ভবত সামনে আসছে।
এই পরিস্থিতিতে উভয় দেশকেই সর্বোচ্চ সংযম প্রদর্শন করার আহ্বান জানিয়েছেন বিশ্লেষকরা। কারণ, কোনো ভুল পদক্ষেপ কিংবা হঠাৎ সামরিক প্রতিক্রিয়া এই সংকটকে পূর্ণমাত্রার সংঘাতে পরিণত করতে পারে।
এসএফ