
ছবি: সংগৃহীত
ভারতীয় রাফাল যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার প্রেক্ষাপটে চীনের কনটেন্ট নির্মাতারা ব্যঙ্গাত্মক ভিডিও তৈরি করে টিকটকে ছড়িয়ে দিলে তা ভাইরাল হয়ে যায়। ভিডিওটিতে চারজন চীনা নির্মাতাকে ভারতীয় ঐতিহ্যবাহী পোশাকে দেখা যায়, যারা একটি প্যারোডি গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন। ভিডিওটির মূল উদ্দেশ্য, রাফাল যুদ্ধবিমান ধ্বংসের ঘটনায় ভারতকে বিদ্রূপ করা।
ঘটনার সূত্রপাত পাকিস্তান বিমান বাহিনীর দাবি থেকে, যেখানে বলা হয়—তারা সম্প্রতি চারটি রাফালসহ মোট পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে। পাকিস্তানের সরকারি সংবাদমাধ্যম পিটিভি জানায়, ৮ মে পর্যন্ত মোট ৭৭টি ভারতীয় ড্রোন গুলি করে নামানো হয়েছে।
পিটিভি আরও জানায়, ‘৮ মে সন্ধ্যার পর থেকে ২৯টি ড্রোন এবং রাতভর আরও ৪৮টি ড্রোন ধ্বংস করা হয়েছে।’ পাকিস্তানের সেনাবাহিনী একে ‘ভারতের আগ্রাসনের যথাযথ জবাব’ হিসেবে আখ্যা দিয়েছে।
ভারতের পক্ষ থেকে এসব ঘটনার কোনও আনুষ্ঠানিক স্বীকৃতি এখনো মেলেনি। তবে, ভারতের প্রভাবশালী সংবাদপত্র ‘দ্য হিন্দু’ প্রথমে তিনটি বিমান ভূপাতিত হওয়ার খবর প্রকাশ করলেও, পরে তারা সেই প্রতিবেদন সরিয়ে ফেলে। বিভিন্ন সূত্রের দাবি, সরকারের চাপেই এমনটা করা হয়েছে।
ঘটনাটি নিয়ে ভারতের সোশ্যাল মিডিয়ায় উত্তেজনা তৈরি হলেও, ভারতীয় মূলধারার গণমাধ্যমগুলো অপেক্ষাকৃত নীরব ভূমিকা পালন করছে। এর মাঝে চীনা ভিডিওটির ভাইরাল হওয়া ভারতীয় জনগণের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছে।
রাকিব