ঢাকা, বাংলাদেশ   শনিবার ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

‘থ্রি ইডিয়টস’-এর সেই আলি ফজলের বাবা আর নেই

প্রকাশিত: ২০:১১, ৯ মে ২০২৫

‘থ্রি ইডিয়টস’-এর সেই আলি ফজলের বাবা আর নেই

ছবিঃ সংগৃহীত

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানা যায়, বলিউড অভিনেতা মাধব ভাজে মারা গেছেন। বুধবার (৭ মে) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অভিনেতা মাধব ভাজে ‘থ্রি ইডিয়টস’ সিনেমাতে আলি ফজলের বাবার চরিত্রে অভিনয় করেছিলেন। মৃত্যুর সময় এ অভিনেতার বয়স হয়েছিল ৮৫ বছর।

ওয়াদিয়া কলেজের ইংরেজির অধ্যাপক ও অভিনেতা মাধব ভাজে ১৯৪৯ সালের ২১ অক্টোবর পুনেতে জন্মগ্রহণ করেছিলেন। ছিলেন তিনি। তবে কেবল অভিনেতা নয় পরিচালক হিসেবেও তিনি একাধিক পুরস্কার পেয়েছেন।

তার অভিনয় জীবন শুরু থিয়েটার থেকে। অভিনয়ের পাশাপাশি হয়েছিলেন তিনি। নাটক পরিচালনা ও নাট্য বিভাগের অধ্যাপক হিসেবেও দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন। আন্তর্জাতিক থিয়েটার সমালোচক সমিতির একজন সদস্য ছিলেন মাধব ভাজে। তিনি ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ছবি ‘শ্যামচি আই’ সিনেমায় তরুণ ‘শ্যাম’ চরিত্রে অভিনয় করে সমালোচকদের কাছ থেকে প্রশংসা কুড়িয়েছিলেন এই অভিনেতা।

তিনি কেবল বলিউডই নয়, অভিনয় করেন মারাঠি ছবিতেও। ‘ডিয়ার জিন্দেগি’, ‘থ্রি ইডিয়টস’সহ বেশ কয়েকটি জনপ্রিয় বলিউড ছবিতে অভিনয় করেছিলেন মাধব ভাজে।

 

আরশি

×