ঢাকা, বাংলাদেশ   শনিবার ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

ভালুকায় ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা

নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মন‌সিংহ

প্রকাশিত: ২০:২৬, ৯ মে ২০২৫

ভালুকায় ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা

ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের ঝাঁটিয়া গ্রামে এক মর্মান্তিক আত্মহত্যার ঘটনা ঘটেছে। শিমুলি আক্তার (১৩) নামে এক স্কুল ছাত্রী মার সঙ্গে অভিমান করে ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (৮ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে এবং এ ঘটনায় মৃতার বাবা একটি অমৃত্যু মামলা দায়ের করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকালে শিমুলির মা ফরিদা বেগম তাকে বাড়িতে কাজ করার জন্য বলে। কিন্তু শিমুলি তার মা'র কথা অমান্য করে স্কুলে চলে যায়। স্কুল থেকে ফেরার পর তার মা তাকে কটু কথা বললে, সে অভিমান করে বাড়ির ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে ফেলে। বাড়ির লোকজন শিমুলির অবস্থার অবনতি দেখতে পেয়ে তাকে উথুরা বাজারের একটি ক্লিনিকে নিয়ে যায়, যেখানে গলায় পাইপ ঢুকিয়ে তার পেট পরিষ্কার করা হয়। পরবর্তীতে শিমুলিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে চুরখাই এলাকায় সে মারা যায়। রাস্তাতেই তার লাশ বাড়িতে নিয়ে আসা হয়। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

শিমুলি আজিজ চৌধুরী একাডেমি স্কুলের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। ভালুকা মডেল থানার এসআই নুরুল ইসলাম জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

রাজু

×