ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিদর্শনে বিমান, জ্বালানি ও পররাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত: ১৩:১৪, ৮ মে ২০২৫; আপডেট: ১৩:১৪, ৮ মে ২০২৫

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিদর্শনে বিমান, জ্বালানি ও পররাষ্ট্র উপদেষ্টা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণকাজের অগ্রগতি সরেজমিনে পর্যালোচনা করেছেন প্রধানমন্ত্রীর বিমান, জ্বালানি ও পররাষ্ট্র উপদেষ্টা। বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিটে টার্মিনাল এলাকা পরিদর্শনে যান বিমান ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন।পরিদর্শনকালে তারা প্রকল্পের অগ্রগতি সম্পর্কে পর্যালোচনা করেন।

পরিদর্শন শেষে উপদেষ্টারা সিভিল অ্যাভিয়েশন অথরিটি-এর সদর দপ্তরের সম্মেলন কক্ষে এক পাওয়ার পয়েন্ট উপস্থাপনা পর্বে অংশগ্রহণ করেন। সেখানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ প্রকল্প নিয়ে আলোচনা হয়।

সভায় অনলাইনে যুক্ত হন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর চেয়ারম্যান আশিক চৌধুরী। এছাড়া প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান, সিভিল অ্যাভিয়েশন অথরিটি-এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মঞ্জুর কবীর ভূঁইয়া এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আফরোজা

×