
ছবি: সংগৃহীত
পঁচিশে বৈশাখে ২৫ শিল্পীর আঁকা রবীন্দ্র প্রতিকৃতি এবং রবীন্দ্রনাথের জীবন নির্ভর ২৫টি শিল্পকর্মের প্রদর্শনীর আয়োজন অভিনবই বটে। রবীন্দ্রজয়ন্তী উপলক্ষ্যে লালমাটিয়ার গ্যালারি ইলিউশনস “২৫শে বৈশাখ” নামে ২৫ জন প্রবীণ-নবীন শিল্পীর শিল্পকর্ম নিয়ে প্রদর্শনীর আয়োজন করেছে। উদ্বোধন পঁচিশে বৈশাখ বৃহস্পতিবার সন্ধ্যায়। প্রদর্শনী চলবে ১৭ মে পর্যন্ত। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ১১ পর্যন্ত সবার জন্য উন্মুক্ত। গ্যালারির ঠিকানা: ২/৬ ব্লক সি, লালমাটিয়া, ঢাকা।
প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পীদের মধ্যে আছেন আব্দুল মান্নান, বীরেন সোম, জামাল আহমেদ, শাকিলা খান চয়ন, শাহজাহান আহমেদ বিকাশ, সুমন ওয়াহিদ প্রমুখ।
রবীন্দ্রনাথ ঠাকুর তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য ১৯১৩ সালে নোবেল পুরস্কার পেয়ে বাংলা ভাষা ও সাহিত্যকে বিশ্বসাহিত্যের অঙ্গনে প্রতিষ্ঠিত করেছিলেন। তার লেখা গান “আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি” বাংলাদেশের জাতীয় সংগীত। বাঙালির আবেগ অনুভবের মহত্তম প্রকাশ ঘটেছে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনায়। কবিতা, গান, ছড়া, গল্প, উপন্যাস, প্রবন্ধ, ভ্রমণ, শিশুতোষ, পত্র, নাটকসহ সাহিত্যের প্রতিটি শাখায় তাঁর অজ¯্র রচনা বাংলা সাহিত্যকে করেছে ঐশ্বর্যমণ্ডিত। মহান মুক্তিযুদ্ধে তাঁর গান অনুপ্রেরণা জুগিয়েছিল আমাদের।
ফারুক