ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

ইন্টেরিম,এখন পর্যন্ত কী কী বিচার ও সংস্কার করেছেন?:হাসনাত আবদুল্লাহ

প্রকাশিত: ১১:১৪, ৮ মে ২০২৫; আপডেট: ১১:১৬, ৮ মে ২০২৫

ইন্টেরিম,এখন পর্যন্ত কী কী বিচার ও সংস্কার করেছেন?:হাসনাত আবদুল্লাহ

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।বৃহস্পতিবার (৮ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি বর্তমান ইন্টেরিম প্রশাসনের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলেন।

ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ লিখেছেন,"খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়, পুলিশ আসামি ধরলেও আদালত থেকে জামিন দেওয়া হয়। শিরীন শারমিনকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেওয়া হয়। দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাসে এসেও শুরু হয়নি।"

তিনি আরও প্রশ্ন রাখেন,"আর আপনারা বলছেন আওয়ামী লীগের বিচার করবেন? তা ইন্টেরিম, এখন পর্যন্ত কী কী বিচার ও সংস্কার করেছেন?"

 

 

আফরোজা

×