
ছবি: সংগৃহীত
অভিনব এক জালিয়াতির অভিযোগ উঠেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের একটি প্রকল্পে। অস্তিত্বহীন এক কোম্পানির নামে ডোমেইন বানিয়ে টেন্ডার হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছেন একজন ঠিকাদার। ভুয়া ওয়েবসাইট ব্যবহার করে টেন্ডারের প্রাথমিক অনুমতিও পান তিনি। এসব অভিযোগ সামনে আসায় তদন্ত কমিটি গঠন করেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।
জালিয়াতিতে অভিযুক্ত ঠিকাদার প্রতিষ্ঠানের নাম মেসার্স সরকার কবির আহমেদ। তারা যে কাজ পাওয়ার চেষ্টা করেছে তার টেন্ডার আইডি: ১০৬০৯১৭। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি তিনটি হেভি ক্রেন সরবরাহ করতে চেয়েছে।
তদন্তের অফিস আদেশ থেকে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের একজন যুগ্ম সচিবকে করা হয়েছে কমিটির সভাপতি। ৫ সদস্য বিশিষ্ট ওই কমিটি গঠন করা হয়েছে মঙ্গলবার (৬ মে)।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান নিজ স্বাক্ষরে ওই অফিস আদেশ জারি করেছেন।
অধিদপ্তরের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মেসার্স সরকার কবির আহমেদ নামের ওই প্রতিষ্ঠানটি দরপত্রে অংশগ্রহণের জন্য ‘Lihotra’ নামে একটি ব্র্যান্ডের ক্রেন সরবরাহের প্রস্তাব দেয়। ওই ব্র্যান্ডটির ওয়েবসাইটে (www.lihotra.com) কেবলমাত্র একটি ক্রেনের ব্রোশিওর বিদ্যমান যেটি আবার দরপত্রের কারিগরি স্পেসিফিকেশনের সঙ্গে হুবহু মিলে যায়।
অন্যদিকে যাচাই করে ওই ব্র্যান্ডের অন্য কোনো কিছুই ইন্টারনেটে পাওয়া যায়নি। এ থেকে সন্দেহ তৈরি হওয়ায় ওই ওয়েবসাইট যাচাই করে প্রাথমিকভাবে সেটিকে পুরোপুরি অস্তিত্বহীন মনে হয়।
প্রকল্প কর্তৃপক্ষের ধারণা, ওয়েবসাইটটি শুধুমাত্র এ দরপত্রকে লক্ষ্য করেই তৈরি করা হয়ে থাকতে পারে। এ কারণেই গঠন করা হয়েছে তদন্ত কমিটি। কমিটিকে প্রতিবেদন দিতে হবে ৭ কর্মদিবসের মধ্যে।
মিরাজ খান