ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

পটুয়াখালীতে অটোবাইকের ধাক্কায় শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া, পটুয়াখালী

প্রকাশিত: ১৪:২৫, ৮ মে ২০২৫; আপডেট: ১৪:২৬, ৮ মে ২০২৫

পটুয়াখালীতে অটোবাইকের ধাক্কায় শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

ছবি: দৈনিক জনকন্ঠ

পটুয়াখালী জেলার কলাপাড়ায় বোনের বাড়িতে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় মারা গেছে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী মারিয়া (১০)। 

বৃহস্পতিবার (৮ মে) সকাল ৯টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মারিয়া আক্তার উত্তর টিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। সে উত্তর টিয়াখালী গ্রামের মোঃ মোজাম্মেল মৃধার মেয়ে।

জানা গেছে, সকালে মারিয়া তার বোনের বাড়িতে বেড়াতে যায়। পরে সে তার বোনের মেয়েকে নিয়ে একটি মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হলে পথিমধ্যে ফোর লেন উইথ সার্ভিস লেন সড়কে একটি অটোবাইক তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম জানান, “এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়া হচ্ছে।”

মিরাজ খান

×