ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

হাতিয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা চেষ্টা: প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

মোঃ ছাইফুল ইসলাম জিহাদ,হাতিয়া, (নোয়াখালী)

প্রকাশিত: ১৯:১৯, ৮ মে ২০২৫; আপডেট: ১৯:২০, ৮ মে ২০২৫

হাতিয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা চেষ্টা: প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

ছবি: সংগৃহীত

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় দ্বীপ নিউ মার্কেটের টেইলার্স সমিতির উপদেষ্টা মো. হেলাল উদ্দিনকে পিটিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছে নিউ মার্কেটের ব্যবসায়ীরা।

আজ (৮ এপ্রিল) সকালে উপজেলার ওছখালি প্রধান সড়কের জিরো পয়েন্ট স্থানে হাতিয়া দ্বীপ ব্যবসায়ী সমবায় সমিতি, নিউমার্কেট ও হাতিয়া শহর টেইলার্স সমিতির যৌথ উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে মঙ্গলবার সকালে হেলাল উদ্দিনের বাড়ীতে পিটিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা করে সন্ত্রাসীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন হাতিয়া শহর টেইলার্স সমিতির সভাপতি মো. সাহাদাত হোসেন, সহসভাপতি মো. ইলিয়াছ, কোষাধ্যক্ষ সফিকুর রহমান, সাধারণ সম্পাদক মো. রিদন, উপদেষ্টা মোহাম্মদ আল সহ আরও অনেকে।

মানববন্ধনে আহতের বড় ভাই নিজাম উদ্দিন বলেন, সন্ত্রাসী নোমান ও তার দোসরা অনেকদিন ধরে বেআইনি ও জোর পূর্বক আমাদের পৈত্রিক সম্পত্তি দখলের অপচেষ্টা করছে। তারা নানাভাবে হয়রানি করে তাদের উদ্দেশ্য সফল করতে না পেরে হামলা ও চরম ক্ষয় ক্ষতির চেষ্টা করে আসছে। ঘটনার দিন সন্ত্রাসী নোমান হেলালকে হত্যার উদ্দেশ্যে মারমুখী হয়ে বাড়িতে গিয়ে আক্রমণ করে। এতে হেলালের মাথায় কুপিয়ে মারাত্মক আহত করে। এ সময় বাধা দিতে গেলে হেলালের পরিবার পরিজন সহ অনেকেই আহত হয়। পরে আহতদেরকে হাতিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় হেলালের স্ত্রী বাদী হয়ে হাতিয়া কোর্টে ১৪ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

আসিফ

×