ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

জম্মুতে পাকিস্তানের ড্রোন হামলা, বিমানবন্দরে বিস্ফোরণ

প্রকাশিত: ২৩:২২, ৮ মে ২০২৫; আপডেট: ২৩:২৫, ৮ মে ২০২৫

জম্মুতে পাকিস্তানের ড্রোন হামলা, বিমানবন্দরে বিস্ফোরণ

ছবি: সংগৃহীত

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের জম্মু অঞ্চলে বৃহস্পতিবার রাতে একাধিক ড্রোন হামলার ঘটনা ঘটেছে। আখনূর, সাম্বা ও কাঠুয়াসহ বেশ কয়েকটি স্থানে হামলায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। স্থানীয় বিমানবন্দরে বিস্ফোরণেরও খবর পাওয়া গেছে।

ভারতীয় বার্তা সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই) জানায়, পাকিস্তান থেকে ছোড়া ‘লয়টারিং মিউনিশন’ ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে। এই ধরনের ড্রোনে ওয়ারহেড যুক্ত থাকে এবং এটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এগুলোকে ‘কামিকাজে ড্রোন’ বলেও আখ্যায়িত করা হয়।

এএনআই আরও জানিয়েছে, হামলার প্রতিক্রিয়ায় ভারতীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে পাল্টা গুলি ছুড়েছে।

জম্মু শহরের গুজ্জর নগর সেতুর কাছে অবস্থান করা একজন প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেন, “আমি বিমানবন্দরের পাশে প্রায় ১৬টি বস্তু পড়তে দেখেছি। তখন শহরে সাইরেন বাজছিল এবং পুরো এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।”

একই সময় বার্তা সংস্থা এএফপিকে একটি নিরাপত্তা সূত্র জানায়, জম্মু বিমানবন্দরের ভেতরে বিস্ফোরণ ঘটেছে।

এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে নিরাপত্তা বাহিনী এলাকা ঘিরে রেখেছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।

ভারতীয় সেনাবাহিনীর এক সূত্র বিবিসিকে জানিয়েছে, জম্মু শহরজুড়ে এয়ার সাইরেন বাজানো হয়েছে এবং প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি সক্রিয় রয়েছে।

এসএফ 

×