
ছবি: সংগৃহীত।
সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেশত্যাগ নিয়ে সৃষ্ট বিতর্কের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের ঘোষণা ঘিরে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে। এই প্রেক্ষাপটেই স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যকে ‘বিগ ব্রেইন মোমেন্ট’ হিসেবে ব্যঙ্গ করে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা।
নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি সংবাদ শেয়ার করে উমামা ফাতেমা লেখেন, — বিগ ব্রেইন মোমেন্ট!" তাঁর এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।
প্রসঙ্গত, এর আগে বুধবার দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের টিজি ৩৪০ নম্বর ফ্লাইটে ব্যাংককের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বিমানবন্দর সূত্র জানিয়েছে, তিনি রাত ১১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা স্বরাষ্ট্র উপদেষ্টার গাড়িবহর আটক করেন। তারা এ ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করে স্লোগান দিতে থাকেন।
চাপে পড়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ঘোষণা দেন, "আমি যদি এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হই, তাহলে নিজ দায়িত্ব থেকে সরে দাঁড়াব।" একইসঙ্গে তিনি জানান, এই ঘটনার তদন্তে একটি হাই-পাওয়ার কমিটি গঠন করা হয়েছে এবং পালানোর সহযোগিতাকারীদের চিহ্নিত করে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন।
নুসরাত