ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

আ.লীগ নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে ঢাকা-আরিচা মহাসড়কে জাবি শিক্ষার্থীদের অবরোধ

জাবি সংবাদদাতা ॥

প্রকাশিত: ০৩:১৩, ৯ মে ২০২৫; আপডেট: ০৩:১৪, ৯ মে ২০২৫

আ.লীগ নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে ঢাকা-আরিচা মহাসড়কে জাবি শিক্ষার্থীদের অবরোধ

আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ মিছিল ও ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা৷ 

শুক্রবার (৯ মে) রাত ১ টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক (ডেইরি গেইট) সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা৷ 

এর আগে রাত পৌনে একটায় বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে শিক্ষার্থীদের একটি বিক্ষোভ-মিছিল নতুন রেজিস্ট্রার ভবন, শহীদ মিনার, অমর একুশে হয়ে প্রধান ফটকে সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে এসে শেষ হয়৷ 

এসময় শিক্ষার্থীদের- আওয়ামীলীগ নিষিদ্ধ কর, করতে হবে-করতে হবে; জুলাই হত্যার বিচার কর, করতে হবে-করতে হবে; অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন; আওয়ামীলীগের বিরুদ্ধে-ডাইরেক্ট অ্যাকশন; লেগেছেরে লেগেছে, রক্তে আগুন লেগেছে; আওয়ামীলীগের গদিতে, আগুন জ্বালো একসাথে; যুবলীগের গদিতে, আগুন জ্বালো একসাথে; ছাত্রলীগের বিরুদ্ধে, আগুন জ্বালো একসাথে; রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়; আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয় নি যুদ্ধ; দালালী না রাজপথ, রাজপথ-রাজপথ প্রভৃতি স্লোগান দিতে দেখা যায়৷ 

৪৯ ব্যাচের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের তৌহিদ সিয়ামের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে ৫১ ব্যাচের শিক্ষার্থী নাদিয়া রহমান অন্বেষা বলেন, যে সরকার জুলাই গনঅভ্যুত্থানের উপর দাঁড়িয়ে আছে, সে সরকার আওয়ামীলীগের নিষিদ্ধের বিষয়ে তালবাহানা করছে৷ বাংলাদেশের মানুষ ৫ আগস্ট তাদের রক্ত দিয়েই ঘোষণা দিয়েছে, এই দেশের মানুষ আওয়ামীলীগকে আর চায়  না৷ আওয়ামীলীগের মিছিল মানে বিপ্লবীদের মৃত্যু ঘনিয়ে আসবে৷ সরকার যদি ব্যার্থ হয় তবে আমরা কোনো আইনের তোয়াক্কা না করে আওয়ামীলীগিকে নিষিদ্ধের দাবিতে রাজপথে নামবো৷  

ইংরেজী বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী মাজহারুল ইসলাম বলেন, আর কোনো কথার ফুল ঝুড়ি নয়৷ আমরা বার বার রাস্তায় এসে এই যৌক্তিক দাবি আদায় করতে চাই না৷ আমরা চাই এই সরকার এই যৌক্তিক দাবি উপলব্ধ করুক৷ আওয়ামী লীগ নিষিদ্ধের যৌক্তিক বিষয়ে আর কোন প্রহসন আমরা চাই না।  এ দেশে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য রিফাইন্ড আওয়ামীলীগকে সামনে আনা হচ্ছে। যে আওয়ামী লীগ আমার ভাইদের নির্বিচারে খুন করেছে, শিশুদের হত্যা করেছে, আমাদের বোনদের নির্দয়ভাবে রক্তাক্ত করেছে সেই আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না, তাদের ঠাঁই এই বাংলায় হবে না৷ 

বিশ্ববিদ্যালয়ের ৪৭ ব্যাচের শিক্ষার্থী আব্দুর রশিদ জিতু বলেন, জুলাই গণঅভ্যুত্থানে দুইহাজার ছাত্র-জনতা শহীদ হয়েছিল এবং বিশ হাজার আহত হয়েছিল৷ আওয়ামীলীগ নিষিদ্ধের জন্য প্রয়োজনে আমরা ছাত্রজনতা আবারো জীবন দিবো, তবুও এই বাংলার মাটিতে আ.লীগকে রাজনীতি করার কোনো অধিকার দিবো না৷ শিক্ষক-রাজনীতিবিদ যারাই আওয়ামীলীগকে রিফাইন্ড করে প্রবেশ করানোর চেষ্টা করছেন আপনাদের পরিনাম ভালো হবে না৷ জুলাই এবং আওয়ামীলীগের বিষয়ে আমরা ছাত্র-জনতারা এক এবিং অবিচল৷ বিচার নিশ্চিত করতে না পারলে আপনাদের ক্ষমতায় থাকার কোনো দরকার নাই, আলনার গদি ছেড়ে দিন৷ 

সমাপনী বক্তব্যে মার্কেটিং ৪৭ ব্যাচের শিক্ষার্থী আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, আওয়ামীলীগ ফিরবে তবে রাজনীতিতে নয়, আসামি হয়ে বিচারের কাঠগড়ায় ফিরবে৷ আমরা দেখেছি এখন আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগের সন্ত্রাসীরা বিদেশ পালিয়ে যাচ্ছে কিন্তু এই সরকার বিচার নিশ্চিত করতে পারছে না৷ আমরা জানি সেনাবাহিনীর কাছে মেজেস্ট্রেসি পাওয়ার আছে, কিন্তু তারা আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার করছে না বা আইনের আওতায় আনছে না৷ এই অন্তর্বর্তীকালীন সরকার যদি আ.লীগকে নিষিদ্ধ করতে না পারে তবে আমরা এই সরকারকে টেনে হিচড়ে নামাবো৷

নুসরাত

×