ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

রাবিতে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

রাবি সংবাদদাতা

প্রকাশিত: ০৩:০০, ৯ মে ২০২৫

রাবিতে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের সকল প্রকার রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে তাদের বিচার নিশ্চিতের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা চত্বরের পাশে এ কর্মসূচি পালন করেছেন তারা।

এসময় শিক্ষার্থীরা ‘ব্যান ব্যান, আওয়ামী লীগ’, ‘গোলামি না আজাদি, আজাদি আজাদি’, ‘আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘গড়িমসি বন্ধ কর, আওয়ামীকে নিষিদ্ধ কর’, ‘ওয়ান_টু_থ্রি_ফোর, আওয়ামী লীগ নো মোর’ প্রভৃতি স্লোগান দেন।

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়ক আকিব বিন তালেব বলেন, ‘আওয়ামী লীগ নরকীয় কায়দায় ভারতীয় প্রেসক্রিপশন দিয়ে এদেশের মানুষকে শাসন করেছে। রাজধানী ঢাকা থেকে দিল্লিতে স্থানান্তর করেছে। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়। গত ১৬ বছর এমন কোনো অন্যায় কাজ নেই, যা তারা করেনি।

তিনি আরও বলেন, ‘জুলাই অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা যে নতুন স্বাধীন দেশ পেয়েছি, এতে আর কোনো ফ্যাসিবাদের অস্তিত্ব দেখতে চাই না। আওয়ামী লীগের ফয়সালা ইতোমধ্যে রাজপথে হয়ে গেছে।’

‘গণহত্যাকারী’ আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত একটি মানুষও ঘরে ফিরে যাবে না উল্লেখ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাবি শাখার সাবেক সমন্বয়ক মেহেদী সজীব বলেন, ‘আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছে। গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত একটি মানুষও ঘরে ফিরে যাবে না। ড. ইউনূসের প্রথম কাজ ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ ও গণহত্যার বিচার করা, কিন্তু সেটা করতে ব্যর্থ হয়েছেন। অবিলম্বে আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধ করতে হবে।’ 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়ক মো. আতাউল্লাহ সমাবেশটি সঞ্চালনা করেন।

লুবনা শারমিন/রাকিব

×