
ছবি: সংগৃহীত।
সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ‘নিরাপদ’ বিদেশ যাত্রা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কবি ও রাজনৈতিক ভাষ্যকার ফরহাদ মজহার। তিনি এই ঘটনাকে "জুলাই গণঅভ্যুত্থানের চরম অবমাননা" হিসেবে অভিহিত করেছেন।
শুক্রবার (৯ মে) রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে ফরহাদ মজহার বলেন, “আবদুল হামিদের 'নিরাপদ' দেশত্যাগ জুলাই গণঅভ্যুত্থানের চরম অবমাননা, সেনা সমর্থিত উপদেষ্টা সরকারের দায়হীনতা ও চরম রাজনৈতিক বিপর্যয়।”
এর আগে বুধবার দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের টিজি ৩৪০ নম্বর ফ্লাইটে ব্যাংককের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন সাবেক রাষ্ট্রপতি হামিদ। বিমানবন্দর সূত্র জানায়, তিনি রাত ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
এই ঘটনার পর জাতীয় সংহতি পরিষদ (এনসিপি) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তীব্র প্রতিক্রিয়া জানান। তারা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর গাড়িবহর আটকে দেন এবং ‘দায়ীদের শাস্তি চাই’ স্লোগানে মুখরিত করেন আশপাশের এলাকা।
জনরোষের মুখে স্বরাষ্ট্র উপদেষ্টা এক জরুরি ঘোষণা দিয়ে বলেন, “আমি যদি এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হই, তাহলে নিজ দায়িত্ব থেকে সরে দাঁড়াব।” তিনি জানান, একটি হাই-পাওয়ার তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং যেসব কর্মকর্তা এই পালিয়ে যাওয়ার ঘটনায় সহযোগিতা করেছেন, তাদের চিহ্নিত করে চাকরিচ্যুত করার নির্দেশ দেওয়া হয়েছে।
নুসরাত