
সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের একটি পারমাণবিক ঘাঁটি ধ্বংস করেছে, যা গোপনে ২০১৫ সালের পর চুক্তি বাতিলের পর থেকে বিস্তৃতি লাভ করেছিল। নিউইয়র্ক টাইমসের বরাতে জানা গেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ২০১৫ সালের পারমাণবিক চুক্তি থেকে সরে আসেন, তখন ইরান গোপনে পারমাণবিক কর্মসূচির বিস্তার ঘটায়।
এই সিদ্ধান্তের ফলে ইরানের পারমাণবিক সক্ষমতা বৃদ্ধি পায় এবং যুক্তরাষ্ট্রকেই পরবর্তী সময়ে হুমকি নিরসনের পদক্ষেপ নিতে হয়।
পারমাণবিক বিশেষজ্ঞদের মতে, চুক্তি বাতিল করে ট্রাম্প নিজের জন্য নিজেই হুমকি তৈরি করেছিলেন। এখন সেই হুমকি দূর করতে ইসরায়েলের সঙ্গে একযোগে সামরিক ব্যবস্থা নিতে হচ্ছে।
এর ফলে ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্ক নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। পর্দার আড়ালে আরও বড় সংঘর্ষের শঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
হ্যাপী