ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

ফেসবুক পোস্টে অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য

‘এর দায় প্রফেসর ইউনূসসহ সরকারের সব উপদেষ্টাকে নিতেই হবে’

প্রকাশিত: ০৪:০৫, ৯ মে ২০২৫

‘এর দায় প্রফেসর ইউনূসসহ সরকারের সব উপদেষ্টাকে নিতেই হবে’

ছবি: সংগৃহীত

প্রবাসী বাংলাদেশি লেখক, চিকিৎসক ও জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য অভিযোগ করেন, ‘আর্মি জেনারেল আর কয়েকজন উপদেষ্টা চুপ্পুকে নিয়ে হামিদকে বের করে দিয়েছে। এর দায় প্রফেসর ইউনূসসহ উনার সরকারের সব উপদেষ্টাকে নিতেই হবে।’

নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগ ইস্যুতে তিনি এমন মন্তব্য করেন।

এছাড়া, ওই পোস্টে ‘এইটাই বন্দোবস্ত। এইটাই এলিট সেটেলমেন্ট যা হয়েছে ৫-৭ আগষ্ট’, যোগ করেন তিনি।

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদকে ‘জোকার’ আখ্যা দিয়ে পিনাকী ভট্টাচার্য জানান, ‘হামিদকে রিমান্ডে নিয়ে দুইটা ডলা দিলে গড়্গড় করে সব বলে দিতো। কিন্তু তারে ধরবে না। এই এলিট সেটেলমেন্ট কে করেছে?’

পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলকালে কোনো প্রধান নির্বাচন কমিশনারকে গ্রেপ্তার করা হয়নি জানিয়ে তিনি আরও লেখেন, ‘সব কয়টা দুর্বৃত্ত নির্বাচন কমিশনের সদস্য এখনো মুক্ত।’

 

সূত্র: https://www.facebook.com/share/1FnnSBHpPJ/

রাকিব

×