
ছবি: সংগৃহীত
আওয়ামী লীগের বিচার ও দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে সুস্পষ্ট রোডম্যাপ (পথনকশা) ঘোষণার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন ছাত্র-জনতা। এতে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের পাশাপাশি অংশ নিয়েছে সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চও।
জুলাই-আগষ্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র-জনতার অভ্যুত্থান অনুপ্রাণিত সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চ তাদের ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছে, ‘কলিজা কাটলেও শুধু জুলাই পাবা, জুলাই জেগে আছে যমুনায়!’
প্রসঙ্গত, জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও দলটিকে নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্র-জনতা। বৃহস্পতিবার রাত ১০টা থেকে এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে এ কর্মসূচি শুরু হয়।
রাকিব