ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

অবস্থান নিতে শুরু করেছেন ছাত্র-জনতা

আজই শাহবাগ ব্লকেড! 

প্রকাশিত: ১৭:৪৫, ৯ মে ২০২৫; আপডেট: ১৮:৩০, ৯ মে ২০২৫

আজই শাহবাগ ব্লকেড! 

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে সমাবেশ শেষ করে শাহবাগ মোড় অবরোধ করেছেন আন্দোলনকারী ছাত্র-জনতা। আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই অবরোধ কর্মসূচি চলবে।

শুক্রবার (৯ মে) বিকেল সাড়ে চারটার পর থেকেই ছাত্র-জনতা শাহবাগ মোড়ে জড়ো হতে থাকেন। সরেজমিনে দেখা যায়, ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে মিছিল করে তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন। এতে করে শাহবাগসহ আশপাশের এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে পড়ে।

আন্দোলনকারীদের হাতে থাকা প্ল্যাকার্ড ও ফেস্টুনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ও ‘গণহত্যার বিচার চাই’ শ্লোগান দেখা গেছে। স্লোগানে মুখর শাহবাগ মোড়ে সাধারণ মানুষ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপস্থিতিও লক্ষ্য করা গেছে।

অবরোধের ফলে শাহবাগ থেকে সায়েন্সল্যাব, টিএসসি ও বাংলামোটরমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে, সৃষ্টি হয় তীব্র যানজট। আন্দোলনকারীরা জানিয়েছেন, যতক্ষণ না দাবি পূরণ হয়, ততক্ষণ তাদের অবস্থান চলবে।

ফারুক

×