
ছবিঃ সংগৃহীত
ব্যারিস্টার আব্দুর রাজ্জাক রাহিমাহুল্লাহর বাসায় আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান তাঁর পরিবারের সদস্যদের খোঁজখবর নেন ও তাঁদের প্রতি সমবেদনা জানান।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি জানানো হয়।
পোস্টে জানানো হয়,
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান আজ ৯ মে ২০২৫ সন্ধ্যায় সাবেক কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার রাজ্জাক রাহিমাহুল্লাহ এর ধানমন্ডির বাসায় যান। তিনি এসময় পরিবারের সদস্যদের খোঁজ-খবর নেন এবং মরহুমের মাগফিরাত কামনায় মহান আল্লাহর দরবারে দো'য়া করেন।
আমীরে জামায়াতের সাথে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর ড. হেলাল উদ্দীন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, মহানগরী মজলিসে শুরা সদস্য শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুল আজিজ, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম, ধানমন্ডি থানার সেক্রেটারি মুজাহিদুল ইসলাম শাহীন প্রমুখ।
ইমরান