
ছবি: সংগৃহীত
ভারত-পাকিস্তান সীমান্তে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই নতুন করে গোলাগুলির খবর পাওয়া গেছে। এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিস্রি।
এক বিবৃতিতে তিনি বলেন, আজ সন্ধ্যায় ভারত ও পাকিস্তানের সামরিক প্রধানদের মধ্যে যে সমঝোতা হয়েছিল, তা বারবার লঙ্ঘন করা হচ্ছে। এটি একটি চরম লঙ্ঘন।
তিনি আরও বলেন, এইসব লঙ্ঘনের উপযুক্ত এবং যথাযথ জবাব দিচ্ছে ভারতীয় সশস্ত্র বাহিনী। পাকিস্তানকে আমরা আহ্বান জানাই যেন তারা অবিলম্বে এই পরিস্থিতির মোকাবিলা করে।
মিস্রি নিশ্চিত করে বলেন, ভারতীয় সেনাবাহিনীকে যেকোনো লঙ্ঘনের ক্ষেত্রে ‘দৃঢ়ভাবে মোকাবিলা’ করার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে যুদ্ধবিরতির ঘোষণায় কিছুটা স্বস্তি ফিরে পেয়েছিল ভারত-শাসিত কাশ্মীরের মানুষ। কিন্তু নতুন করে সংঘর্ষের আশঙ্কায় সেখানে আবারও উত্তেজনা বাড়ছে।
এসএফ