ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

১২ টি মিসাইল নিয়ে ছুটছে ইরানের যুদ্ধজাহাজ!

প্রকাশিত: ১২:০৪, ৮ মে ২০২৫

১২ টি মিসাইল নিয়ে ছুটছে ইরানের যুদ্ধজাহাজ!

ছবিঃ সংগৃহীত

ইরান সামরিক শক্তি প্রদর্শনের অংশ হিসেবে ১২টি ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম একটি অত্যাধুনিক যুদ্ধজাহাজ উন্মোচন করেছে, যা এখন শত্রুপক্ষের উদ্দেশে প্রস্তুত। দেশটির নৌবাহিনীর নতুন এই যুদ্ধজাহাজ ‘শাহান’–এ যুক্ত করা হয়েছে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা, যার মধ্যে রয়েছে সৈয়দ-থ্রি এবং নবাব মডেলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রযুক্তি। এসব প্রযুক্তির মাধ্যমে শত্রুর ছোড়া ক্ষেপণাস্ত্র মুহূর্তেই ধ্বংস করা সম্ভব বলে জানিয়েছে ইরান।

নতুন যুদ্ধজাহাজ উদ্বোধন উপলক্ষে ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহারাম ইরানি বলেন, “আমাদের নৌবাহিনী এখন শত্রুর প্রতিকূল শক্তির বিরুদ্ধে পূর্ণ সক্ষমতা অর্জন করেছে। ধারাবাহিক নৌ অভিযানের মাধ্যমে শত্রুপক্ষের অপারেশনাল ক্ষমতা নস্যাৎ করতে সক্ষম হয়েছি আমরা।”

এদিকে, ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি (IRGC) সম্প্রতি 'কাশেম বশীর' নামের একটি দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে, যা ১২০০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ইরান জানিয়েছে, এই মিসাইলগুলো ইতিমধ্যে দেশের গুরুত্বপূর্ণ মিসাইল ঘাঁটিতে সংরক্ষণ করা হয়েছে।

ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদে বলেন, “২০২৪ সালের এপ্রিল ও অক্টোবর মাসে ইরান যেসব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল, কাশেম বশীর তার তুলনায় বহুগুণে শক্তিশালী। যদি ইসরাইলের বিরুদ্ধে একযোগে ২০০টি কাশেম বশীর ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, তবে ইসরাইলের প্রতিরক্ষা ব্যবস্থা বড়জোর পাঁচটি প্রতিহত করতে পারবে।”

ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক হামলার পর উত্তেজনা আরও বেড়েছে। এরপরই ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুথি ও ইরানকে লক্ষ্য করে প্রতিশোধের হুমকি দেন। এর জবাবে ইরানের বিমান বাহিনী নিজেদের সর্বোচ্চ প্রস্তুতির কথা জানায়।

ইরানের বিমানবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল হামিদ ভায়েদী বলেন, “আমাদের বিমান বাহিনী কেবল যুদ্ধ ইউনিট নয়, বরং জাতীয় প্রতিরক্ষার প্রথম সারির শক্তি। আমরা যেকোনো দূরবর্তী হুমকি শনাক্ত ও প্রতিরোধে এখন সম্পূর্ণভাবে প্রস্তুত।”

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম ‘মেহের নিউজ এজেন্সি’ ৭ মে এসব তথ্য জানিয়েছে।

তথ্যসূত্রঃ https://youtu.be/2B62wkU4IXU?si=jYNFj6dKJf5rPLev

মারিয়া

×