
ছবিঃ সংগৃহীত
ভারতের বিমানবাহিনীর অন্যতম শক্তিশালী ও অত্যাধুনিক যুদ্ধবিমান রাফাল। ফরাসি ডাসো এভিয়েশনের ৪.৫ জেনারেশনের এই যুদ্ধবিমান ২০১৯ সালে পুলওয়ামা হামলার পর পাকিস্তানের সঙ্গে ভারতের আকাশযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাফালের শক্তি ভারতের বায়ুসেনাকে পাকিস্তানসহ যেকোনো শত্রুর বিরুদ্ধে শক্তিশালী আঘাত দেওয়ার সক্ষমতা প্রদান করে। ২০২০ সালে ভারতের হাতে আসে এই যুদ্ধবিমান। এর আগেই, ২০১৯ সালে ফ্রান্সে গিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং রাফালের শাস্ত্র পূজা সম্পন্ন করেছিলেন।
তবে, ২৭৭ মিলিয়ন ডলার খরচ করে কেনা এই যুদ্ধবিমান নিয়ে কিছু চ্যালেঞ্জ সামনে আসে। পাকিস্তানি জেএফ-১৭ যুদ্ধবিমানের বিরুদ্ধে রাফালের কার্যকারিতা নিয়ে কিছু প্রশ্ন উঠেছিল। গতকাল, ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা চরমে পৌঁছায়, যখন ভারত পাকিস্তানে বিমান ও মিসাইল হামলা চালায়। পাকিস্তান দাবি করেছে, তারা ভারতের অন্তত পাঁচটি যুদ্ধবিমান ভূপতিত করেছে, যার মধ্যে একটি ছিল ভারতের অত্যন্ত গর্বিত রাফাল।
ভারতের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম "দ্য হিন্দু" প্রথমে জম্মু ও কাশ্মীরে তিনটি ভারতীয় যুদ্ধবিমান ভূপতিত হওয়ার খবর প্রকাশ করেছিল, তবে পরে ওই রিপোর্টটি সরিয়ে ফেলা হয়। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এবং দ্য নিউ ইয়র্ক টাইমসও একাধিক ভারতীয় যুদ্ধবিমান ভূপতিত হওয়ার খবর প্রকাশ করেছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা রাফাল যুদ্ধবিমান ভূপতিত হওয়ার খবর নিশ্চিত করেছে। ফরাসি গোয়েন্দা কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে সিএনএন জানিয়েছে, পাকিস্তান একটি ভারতীয় রাফাল যুদ্ধবিমান ভূপতিত করেছে, যা রাফালের ইতিহাসে প্রথমবারের মতো ঘটে। পাকিস্তান আরো দাবি করেছে যে, তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপতিত করেছে, যার মধ্যে দুটি ছিল রাফাল।
এদিকে, ভারতীয় বিমান বাহিনী এখনো এই দাবির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে ফরাসি গোয়েন্দা কর্মকর্তারা সিএনএনকে জানান, ভারতের কাশ্মীর অঞ্চলে ভেঙে পড়া বিমানের কিছু যন্ত্রাংশের ছবিতে ফরাসি নির্মাতার নাম দেখা যাচ্ছে, তবে এটি নিশ্চিতভাবে রাফাল বিমান কিনা তা এখনও স্পষ্ট নয়।
পাকিস্তান ও চীনের প্রতিরক্ষা বিশ্লেষকরা দাবি করেছেন, পাকিস্তান চীনের তৈরি আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য পিএলএফ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাফাল ভূপাতিত করেছে। এদিকে, ভারতীয় সীমান্তে পিএলএফ ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ উদ্ধার করার খবরও পাওয়া গেছে।
রাফালের নির্মাতা প্রতিষ্ঠান ডাসো এভিয়েশন এখনও এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।
মারিয়া