
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের চান্দগাঁওয়ে র্যাব-৭ ক্যাম্প থেকে গুলিবিদ্ধ অবস্থায় সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) পলাশ সাহার মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (৭ মে) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী। তিনি বলেন, "মরদেহ উদ্ধার করা হয়েছে, তবে মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।"
সূত্র জানায়, মরদেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। চিরকুটে লেখা ছিল: "আমার মৃত্যুর জন্য মা এবং বউ কেউ দায়ী নয়। আমি নিজেই দায়ী। কাউকে ভালো রাখতে পারলাম না। বউ যেন সব স্বর্ণ নিয়ে যায় এবং ভালো থাকে। মায়ের দায়িত্ব দুই ভাইয়ের ওপর, তারা যেন মাকে ভালো রাখে। স্বর্ণ বাদে যা আছে তা মায়ের জন্য। দিদি যেন কো-অর্ডিনেট করে।"
এএসপি পলাশ সাহা পূর্বে পুলিশের বিশেষ শাখা (এসবি)-তে কর্মরত ছিলেন। সর্বশেষ তিনি র্যাব-এ বদলি হন। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার তারাশি গ্রামে।
এই ঘটনায় পুলিশ প্রশাসন এবং র্যাবের পক্ষ থেকে তদন্ত শুরু করা হয়েছে।
ফারুক