ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

জুয়ায় উৎসাহ বা সহায়তা করলেই ১ কোটি টাকা জরিমানা, বলছে নতুন সাইবার অধ্যাদেশ

প্রকাশিত: ০৬:০২, ৮ মে ২০২৫; আপডেট: ০৬:০২, ৮ মে ২০২৫

জুয়ায় উৎসাহ বা সহায়তা করলেই ১ কোটি টাকা জরিমানা, বলছে নতুন সাইবার অধ্যাদেশ

ছবিঃ সংগৃহীত

নতুন প্রণীত সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এ অনলাইন জুয়া সংশ্লিষ্ট অপরাধের জন্য কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। এই আইন অনুযায়ী কেউ যদি জুয়া খেলায় সহায়তা বা উৎসাহ প্রদান করে, তাহলে তার জন্য সর্বোচ্চ ১ কোটি টাকা অর্থদণ্ড বা ২ বছরের কারাদণ্ড, অথবা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার সুযোগ রাখা হয়েছে।

স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে এই তথ্য জানান। তিনি তার পেজের অ্যাডমিনের মাধ্যমে এক স্ট্যাটাসে আইনটির গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরেন।

উক্ত সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ২০ অনুযায়ী, যেসব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে, তা হলো:

  • সাইবার স্পেসে জুয়া খেলার পোর্টাল, অ্যাপস বা ডিভাইস তৈরি বা পরিচালনায় যুক্ত থাকা

  • জুয়া খেলায় অংশগ্রহণ, সহায়তা বা উৎসাহ প্রদান

  • জুয়া খেলায় উৎসাহ প্রদানের জন্য বিজ্ঞাপনে অংশগ্রহণ বা প্রত্যক্ষ ও পরোক্ষ প্রচার

এই আইনের আওতায় অনলাইন জুয়াবাজি রোধে কঠোর নজরদারি ও আইনগত ব্যবস্থা গ্রহণের বার্তা দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ইমরান

×