
প্রতীকী ছবি
বরিশালে মুক্তিপণের জন্য ছাত্রলীগ নেতাকে অপহরণের ঘটনায় তিনজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (৮ মে) সকালে নগরীর বাজার রোড এলাকায় এ অপহরণ সংঘটিত হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন—জহিরুল ইসলাম প্রিন্স, সৈয়দ সাইফুল ইসলাম এবং মো. সোলায়মান।
পুলিশ জানায়, মেহেন্দীগঞ্জ উপজেলার বাসিন্দা মোস্তাফিজুর রহমান শাকিলের সঙ্গে অভিযুক্তদের আগে আর্থিক লেনদেন নিয়ে বিরোধ ছিল। বিষয়টি সালিশে মেটানোর কথা থাকলেও তারা তাকে অপহরণ করে এবং তার পরিবারের কাছে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে।
এছাড়া, অন্য একটি মামলায় অপহৃত মোস্তাফিজুর রহমান শাকিলকেও আটক করেছে ডিবি। জানা গেছে, তিনি মেহেন্দীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
ডিবি জানায়, শাকিলের বিরুদ্ধে একটি মামলা থাকায় তাকে হেফাজতে রাখা হয়েছে এবং তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তবে তার রাজনৈতিক পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
মুমু