
ছবি: সংগৃহীত
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে। পল্টনের পর এবার শাহবাগেও বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে জনসাধারণ। আজ বিকাল থেকেই শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন আন্দোলনকারীরা।
এই কর্মসূচিতে অংশ নেওয়া বিক্ষোভকারীরা আওয়ামী লীগ বিরোধী নানা স্লোগান দিতে থাকেন। স্লোগানগুলো ছিল—‘একটা একটা আওয়ামী লীগ ধর, ধইরা ধইরা জবাই কর’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম, সংগ্রাম’, ‘গোলামি না আজাদী, আজাদী, আজাদী’।
বিক্ষোভকারীরা দাবি করেন, দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিস্থিতি রক্ষায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা জরুরি। তারা জানান, শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেই তারা জনগণের দাবি তুলে ধরছেন।
এদিকে, শাহবাগ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। এখনো পর্যন্ত কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি।
সূত্র: https://www.facebook.com/somoynews.tv/videos/681421381296977
এএইচএ