ঢাকা, বাংলাদেশ   শনিবার ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

আ.লীগ নিষিদ্ধের দাবি, জাবিতে ফের বিক্ষোভ মিছিল

জাবি সংবাদদাতা

প্রকাশিত: ২৩:৫৪, ৯ মে ২০২৫

আ.লীগ নিষিদ্ধের দাবি, জাবিতে ফের বিক্ষোভ মিছিল

গণহত্যাকারী আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে ফের বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

শুক্রবার (০৯ মে) রাত ১০টায় বটতলা থেকে মিছিল শুরু হয়। পরে তা নতুন রেজিস্ট্রার ভবন, কলা ও মানবিকী অনুষদের নতুন ভবন ও সমাজবিজ্ঞান ভবনের সামনের সড়ক হয়ে ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে গিয়ে শেষ হয়। এসময় একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় প্রত্নতত্ত্ব বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী শাহাদাত হোসাইনের সঞ্চালনায় সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী আনজুম শাহরিয়ার বলেন, আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে সারাদেশে যে আন্দোলন শুরু হয়েছে, আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই যৌক্তিক আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করছি। আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, অনতিবিলম্বে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। অন্যথায় আমরা ফ্যাসিবাদবিরোধী সকল শক্তি কাঁধে কাঁধ মিলিয়ে আওয়ামীলীগকে নিষিদ্ধ করে ছাড়বো।

রসায়ন বিভাগের শিক্ষার্থী রাকিব হোসাইন, দুই হাজার ছাত্র-জনতার প্রাণের বিনিময়ে আমরা পেয়েছি একটি নতুন বাংলাদেশ। সেই নতুন বাংলাদেশের প্রথম দাবিই ছিল আওয়ামী লীগের বিচার। কিন্তু ৯ মাস পেরিয়ে গেলেও অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এখনো তেমন কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছেনা। আমরা সরকারকে স্পষ্টভাবে বলতে চাই দ্রুত বিচার কার্যক্রম শুরু করে একটি দৃষ্টান্ত স্থাপন করুন।

নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাজমুল হাসান লিমন বলনে, দেশে যদি আবার আওয়ামীলীগ ফিরে আসে তাহলে আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র আবার হুমকির মধ্যে পরবে। আমরা দেখেছি গত ১৬ বছরে আওয়ামীলীগ দেশের মধ্যে কী ধরনের ত্রাসের রাজত্ব তৈরি করেছে। দেশের জনগণের উপর কী ধরনের অপশাসন চালিয়েছে। অনেকে এখন আওয়ামীলীগকে পুনর্বাসন করার স্বপ্ন দেখেন। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই যদি আওয়ামী লীগকে পুনর্বাসনের কোন ধরনের অপচেষ্টা করা হয় তাহলে আমরা আবার লংমার্চ টু ঢাকার মতো কর্মসূচী দিতে বাধ্য হব।

সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান বলেন, আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের এখনো ঘুম ভাঙ্গেনি। যার কারনে আবারো দেশে জুলাই নেমে এসেছে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই আমরা ক্লান্ত হয়ে যায়নি। যে আওয়ামী লীগ ২০১৩ সালে শাপলা চত্বরে গণহত্যা চালিয়েছে, যে আওয়ামী লীগ মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিলো সেই আওয়ামী লীগকে অনতিবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে পুনর্বাসন করার চেষ্টা করলে যেভাবে হাসিনাকে গদি থেকে নামিয়েছি আপনাদের কেউ নামাতে বাধ্য হব।

 

রাজু

×