ঢাকা, বাংলাদেশ   রোববার ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

জালের মধ্যে অনেক বড় বড় ছিদ্র আছে এবং বড় বড় মাছ চলেও গেছে: রাজেকুজ্জামান রতন

প্রকাশিত: ০০:০৩, ১০ মে ২০২৫; আপডেট: ০০:০৪, ১০ মে ২০২৫

জালের মধ্যে অনেক বড় বড় ছিদ্র আছে এবং বড় বড় মাছ চলেও গেছে: রাজেকুজ্জামান রতন

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন বলেছেন, "জালের মধ্যে অনেক বড় বড় ছিদ্র আছে এবং বড় বড় মাছ চলেও গেছে।"

সম্প্রতি একটি বেসরকারি মিডিয়া চ্যানেলের টকশো অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

রাজেকুজ্জামান রতন বলেন, "একটা বিষয় খুব অদ্ভুত, যে একজন রাষ্ট্রপতি—তিনি যদি পদে থাকেন অথবা না থাকেন—তাঁর তো একটা প্রটোকল থাকে। তাঁর সঙ্গে সামনে-পেছনে, ডানে-বামে পুলিশ থাকে। এবং সবচেয়ে বড় কথা, অভ্যুত্থানের পরে তিনি পরাজিত পক্ষ। ফলে তিনি তো নজরদারির মধ্যেও আছেন, মামলা আছে।

তিনি যদি কিশোরগঞ্জে থেকে থাকেন, তাহলে কিশোরগঞ্জ থেকে কীভাবে ঢাকায় এলেন? এবং এরপর তিনি এয়ারপোর্ট দিয়ে কীভাবে চলে গেলেন? আর যদি তিনি ঢাকায় থেকে থাকেন, তাহলে তাঁকে কীভাবে পাহারা দিয়ে রাখা হয়েছিল এবং কীভাবে তিনি চলে গেলেন? এই প্রশ্নগুলোর কি উত্তর দেওয়া উচিত নয়? এটা কে দেবে?"

তিনি আরও বলেন, "আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, যারা এর সঙ্গে দায়ী, তাদের যদি বিচার না হয়, তাহলে তিনি পদত্যাগ করবেন। আবার তিনি বলেছেন, তিনি ইন্টারপোলের মাধ্যমে নিয়ে আসবেন। আচ্ছা, ইন্টারপোলের মাধ্যমে কি রাষ্ট্রপতিকে আনা যাবে? আমি ঠিক জানি না এটা আদৌ যাবে কিনা। কিন্তু তিনি বলে দিয়েছেন।"

তিনি আরও বলেন, "আমরা দেখেছি, তিন মাস, চার মাস দেশের মধ্যে থেকে, তারপর নাকি ওবায়দুল কাদের দেশ থেকে চলে গেছেন। তো, ওবায়দুল কাদের মতো মানুষ যদি দেশ থেকে চলে যেতে পারেন, তাহলে কীভাবে গেলেন? তিনি কি এয়ারপোর্ট দিয়ে গেছেন, নাকি পালিয়ে গেছেন? সীমানা যদি অতিক্রম করেন, তাহলে কোন সীমানা দিয়ে করেছেন?"

"আজকে যখন আমরা নতুন করে আবদুল হামিদের কথা বলছি, তখন তাঁর আগেই তো অনেকগুলো বড় বড় ছিদ্র তৈরি হয়েই আছে। জালের মধ্যে অনেক বড় বড় ছিদ্র আছে এবং বড় বড় মাছ চলেও গেছে—সেগুলো একটা দিক। দ্বিতীয়ত, এই ঘটনার দায় নেবে কে? এবং এটা নিয়ে যে অস্থিরতা তৈরি হচ্ছে, তার ফলাফল কী হবে—এগুলো আমাদের একটু বিবেচনা করা দরকার। আমরা মনে করি, প্রত্যেক মানুষকে বিচারের আওতায় আনতে হবে। যারা যে অপরাধ যতটুকু করেছে, তার সে অপরাধের শাস্তি হওয়া উচিত।"

সূত্রঃ https://www.facebook.com/share/v/12ESifS8a6F/

ইমরান

×