ঢাকা, বাংলাদেশ   শনিবার ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

জমি-বাড়ি দখল হয়ে গেছে? আইনের পথে যেভাবে ফিরিয়ে নেবেন আপনার সম্পত্তি!

প্রকাশিত: ২৩:৪১, ৯ মে ২০২৫

জমি-বাড়ি দখল হয়ে গেছে? আইনের পথে যেভাবে ফিরিয়ে নেবেন আপনার সম্পত্তি!

ছবিঃ সংগৃহীত

আপনার জমি বা বাড়ি যদি অন্য কেউ জোরপূর্বক বা অবৈধভাবে দখল করে নেয়, তাহলে আপনি চুপ করে থাকবেন না। বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী, অবৈধ দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। নিচে সহজভাবে ধাপে ধাপে ব্যাখ্যা করা হলো কীভাবে আপনি আইনিভাবে নিজের সম্পত্তি উদ্ধার করতে পারেন।

প্রথমে জমির খতিয়ান, দাগ নম্বর, নামজারি কাগজ, রেকর্ড অব রাইটস (ROR), রেজিস্ট্রেশন দলিল, দখলের আগে ও পরে তোলা ছবি প্রতিবেশীদের সাক্ষ্য (যারা আপনার মালিকানা সমর্থন করতে পারে) সংগ্রহ করুন। অবৈধ দখলের ঘটনা ঘটলে প্রথমেই নিকটস্থ থানায় একটি জিডি করুন। এতে ভবিষ্যতের আইনি লড়াইয়ে সুবিধা হবে। দখলের সময় হুমকি বা সহিংসতা হলে ফৌজদারি মামলা করতে পারেন।

এছাড়া সিভিল কোর্টে উচ্ছেদের মামলা (ধারা 9 CPC) করতে হবে। আপনার মালিকানা ও দখলের বৈধতা প্রমাণ করতে হবে। আদালত অবৈধ দখলকারীর বিরুদ্ধে রায় দিলে, আদালতের আদেশ অনুযায়ী পুলিশ ও প্রশাসন দখলমুক্ত করতে বাধ্য।

এ সমস্যা এড়িয়ে চলতে জমির চারপাশে প্রাচীর/চিহ্ন স্থাপন করুন। নিয়মিত খাজনা ও নামজারি হালনাগাদ রাখুন। অনুপস্থিত থাকলে কোনো বিশ্বস্ত লোকের কাছে দায়িত্ব দিন

সূত্রঃ https://www.facebook.com/share/r/1Bbv9NdrSD/

আরশি

×