ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

মায়ের সম্পত্তির ভাগ কি মেয়েরা বেশি পায়? এক্ষেত্রে আইনগত ব্যাখ্যা কী?

প্রকাশিত: ২০:৩৯, ৮ মে ২০২৫

মায়ের সম্পত্তির ভাগ কি মেয়েরা বেশি পায়? এক্ষেত্রে আইনগত ব্যাখ্যা কী?

ছবিঃ সংগৃহীত

যদি একজন মা মৃত্যুবরণ করেন, তবে তার নামে থাকা জমি বা যেকোনো ধরণের সম্পত্তি তার বৈধ উত্তরাধিকারীদের মধ্যে শরিয়া অনুযায়ী বণ্টন হবে। অনেকের একটা ভ্রান্ত ধারণা যে মায়ের সম্পত্তি মেয়েরা বেশি পায়। কিন্তু এটা ঠিক নয়। বাবার সম্পত্তির মতো করে একই নিয়মে মায়ের সম্পত্তি ভাগ হয়।

মায়ের সম্পত্তির উত্তরাধিকাররা হলেন, ছেলে ও মেয়ে, স্বামী (যদি জীবিত থাকেন), পিতা-মাতা (যদি জীবিত থাকেন), নাতি-নাতনি (বিশেষ পরিস্থিতিতে), ভাই-বোন (যদি সন্তান না থাকে)।

এক্ষেত্রে বাবার সম্পত্তির মতোই ছেলে পায় মেয়ের দ্বিগুণ। অর্থাৎ যদি মা মারা যান ও তার ২ ছেলে ও ১ মেয়ে থাকে, তাহলে মোট ৫ ভাগ হবে। ছেলেরা পাবে ২ ভাগ ও মেয়ে পাবে ১ ভাগ।

আর যদি স্বামী জীবিত থাকেন, তবে তিনি মায়ের সম্পত্তির ১/৪ ভাগ পাবেন (সন্তান থাকলে) এবং ১/২ ভাগ পাবেন (সন্তান না থাকলে)। মা-বাবা জীবিত থাকলে, তারা নির্দিষ্ট হারে অংশ পান (প্রত্যেকে সাধারণত ১/৬ ভাগ করে)।

তবে মায়ের জীবদ্দশায় কাউকে লিখে দিলে সেটা ‘হেবা’ হিসেবে গণ্য হয় এবং সেটি আলাদাভাবে গণনা হয়। কোনো উত্তরাধিকারী যদি মায়ের মৃত্যুর আগেই মারা যান, তাহলে তাঁর সন্তানরা (নাতি-নাতনি) কিছু ক্ষেত্রে মায়ের সম্পত্তির উত্তরাধিকার হতে পারে। আদালতে ওয়্যারিশ সনদ এবং উত্তরাধিকার সার্টিফিকেট থাকা দরকার সম্পত্তি ভাগের আইনি কার্যক্রমে।

সূত্রঃ https://www.facebook.com/share/r/18njdGX915/

আরশি

×