
গত ১৬ বছর ধরে আওয়ামী লীগ কোনো গণতান্ত্রিক রাজনীতি করেনি, তাই তাদেরকে গণতান্ত্রিক বাংলাদেশে আর রাজনীতি করতে দেওয়া যাবে না—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সদস্যসচিব আখতার হোসেন।
আজ দলের অবস্থান কর্মসূচি ও আগামী দিনের কর্মসূচি ঘোষণা উপলক্ষে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ গুম করেছে, খুন করেছে, গণহত্যা চালিয়েছে, সন্ত্রাস করেছে। এ দলকে বাংলাদেশে রাজনীতি করার অধিকার দেওয়া হবে না। শুধু ব্যক্তি নয়, দলীয় সিদ্ধান্তে আওয়ামী লীগ এসব অপরাধ করেছে। এজন্য দলটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা হোক।
আখতার হোসেন আরও বলেন, “শাপলা চত্বর হত্যাকাণ্ড, পিলখানা হত্যাকাণ্ড এবং জুলাইয়ের গণহত্যা—প্রতিটি ঘটনায় আওয়ামী লীগ দলীয়ভাবে জড়িত। তাই তাদের অবশ্যই দলগতভাবে বিচারের আওতায় আনতে হবে।