
ছবি: সংগৃহীত
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ক্ষমতা অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশনের রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
শুক্রবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে যুক্তরাষ্ট্রের ‘দ্য কার্টার সেন্টার’-এর ছয় সদস্যের একটি পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
মঈন খান বলেন, “নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিতে পারে, সরকার সিদ্ধান্ত নিতে পারে। যেসব রাজনৈতিক দল আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলছে, তারা তাদের বক্তব্য রেখেছে। কাজেই এখানে বিএনপি হিসেবে আমরা এই সিদ্ধান্ত গ্রহণের মালিক নই। আমাদের মহাসচিব ইতিমধ্যে বলেছেন, এটি সম্পূর্ণ জনগণের সিদ্ধান্তের বিষয়।”
এ সময় তিনি চলমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণে দ্রুত একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের ওপর জোর দেন।
এদিকে, কার্টার সেন্টারের প্রতিনিধি দলের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে বিএনপির পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে আরও চারজন নেতা অংশ নেন।
অন্যদিকে, একটি আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, “কোনো অবস্থাতেই আওয়ামী লীগের উসকানি ও পার্শ্ববর্তী দেশের চাপের কাছে নতি স্বীকার করা যাবে না। আসন্ন নির্বাচনকে ঘিরে বিএনপি ঐক্যবদ্ধভাবে জাতির স্বার্থ রক্ষায় কাজ করে যাবে।”
সূত্র: https://www.youtube.com/watch?v=j9hbgMw0jjU
এএইচএ