ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

দাবি পাকিস্তানের

সীমান্তে পাকিস্তানি সেনাবাহিনীর হামলায় ৫০ ভারতীয় সেনা নিহত!

প্রকাশিত: ২০:০১, ৮ মে ২০২৫; আপডেট: ২০:১৪, ৮ মে ২০২৫

সীমান্তে পাকিস্তানি সেনাবাহিনীর হামলায় ৫০ ভারতীয় সেনা নিহত!

ছবি: সংগৃহীত

কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা বরাবর পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে ৪০ থেকে ৫০ জন ভারতীয় সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। বৃহস্পতিবার (৮ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং পাকিস্তানের দ্য ডন এই তথ্য জানায়।

পাকিস্তানের জাতীয় সংসদে এক ভাষণে দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, “নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষে পাকিস্তানের সশস্ত্র বাহিনী সফলভাবে পাল্টা জবাব দিয়েছে এবং এতে অন্তত ৫০ ভারতীয় সেনা নিহত হয়েছে।”

ভারত এই দাবির বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

এর আগে, ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। ভারত সরাসরি পাকিস্তানকে ওই হামলার জন্য দায়ী করে। এরপর দুই দেশের মধ্যে টানা দুই সপ্তাহ ধরে চলতে থাকে কূটনৈতিক ও সামরিক উত্তেজনা।

চরম উত্তেজনার মধ্যেই, গত ৬ মে মধ্যরাতে ভারত আজাদ কাশ্মীরের অন্তত নয়টি স্থানে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। দিল্লির দাবি অনুযায়ী, এ হামলায় প্রায় ১০০ জন নিহত হন।

পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তান সীমান্তজুড়ে ভারী গোলাবর্ষণ শুরু করে। এতে অন্তত ১৬ জন ভারতীয় নাগরিক প্রাণ হারিয়েছেন বলে ইসলামাবাদের দাবি। একইসঙ্গে, দেশটির সেনাবাহিনীকে "প্রয়োজনীয় মাত্রায় প্রতিরোধমূলক ও পাল্টা হামলার" অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।

তিনি বলেন, “ভারতের হামলায় যে রক্ত ঝরেছে, তার এক একটি ফোঁটার কঠিন মূল্য দিতে হবে তাদের।”

এফএ

×