ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

হত্যা মামলায় দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদক কারাগারে

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা 

প্রকাশিত: ০০:৪৮, ৯ মে ২০২৫

হত্যা মামলায় দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদক কারাগারে

ছবি: জনকণ্ঠ

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাবিবুর রহমান (৫৫) একটি হত্যা মামলায় নিম্ন আদালতে জামিন আবেদন নামঞ্জুর হওয়ায় কারাগারে পাঠিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার (৮ মে) দুপুরে সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নজরুল ইসলাম এই আদেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, হাবিবুর রহমান এর আগে একই মামলায় হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষে তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার আবেদন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

ঘটনার বিবরণে জানা যায়, দেবহাটার খলিশাখালী এলাকায় ১৩২৮ বিঘার একটি চিংড়ি ঘেরের জমি সরকারী খাস হিসেবে দাবী করে গত কয়েক বছর স্থানীয় ভূমিহীন নামধারী একটি গ্রুপের সাথে জমি মালিকদের বিরোধ চলে আসছে। বেশ কয়েকিবার ঘেরটি দখল পাল্টা দখলের ঘটনা ঘটে।

গত ৫ আগষ্টের পর ঘেরটি দখলের জন্য সন্ত্রাসীরা প্রকাশ্যে অস্ত্রের মহড়া চালিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পরবর্তীতে গত ১ নভেম্বর সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ওই এলাকায় তল্লাশি চালানো হয়। অভিযানের সময় গণপিটুনিতে কামরুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি নিহত হন। 

অভিযানে ১৫টি হাতবোমা, ৫টি দেশীয় দা, আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয় এবং ৬ জনকে গ্রেপ্তার করা হয়। কয়েক দিন পর নিহত কামরুল ইসলামের স্ত্রী অভিযোগ করেন, তার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ বিষয়ে তিনি হত্যা মামলা দায়ের করেন, যেখানে স্থানীয় জমির মালিকদের পাশাপাশি সাংবাদিক হাবিবুর রহমানকেও আসামি করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সাংবাদিক হাবিবুর রহমানের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মজিদ জানান, উচ্চ আদালতের জামিন শেষ হওয়ায় তার মক্কেল নিম্ন আদালতে হাজির হয়েছিলেন। আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছেন।
 

শহীদ

×